আমার গল্পটা একটু শুনাই আপনাদের। ২০১৩ সালে আমি SSC পরীক্ষা দেই। পরীক্ষার পরেই আমার প্রায় সব বন্ধুরা ব্যস্ত হয়ে যায় কলেজে ভর্তি হবার কোচিং নিয়ে। আমি একটু অন্যদিকে হাঁটি। আমাদের বাসার পাশেই এক জায়গায় SEO শেখানো হতো। আমি সেখানে ভর্তি হই।
মাস ২-৩ সেখানে ক্লাস করি। এরপর oDesk এ একাউন্ট খুলি (তখনকার সময় oDesk ছিলো। এরপর সেটা এখন UpWork হয়েছে)। তবে আমি আসলে ভালোভাবে SEO টা শিখতে পারিনি। oDesk এ ঘাটাঘাটি করতে করতে কন্টেন্ট লেখার অনেক কাজের অফার পাই। আমার মনে হয় কন্টেন্ট লেখা এমন আর কি কাজ। আমি বিভিন্ন অফারের জন্য প্রপোজাল পাঠাতে থাকি।
একরাতে একজন বায়ারের সাথে ইন্টারভিউ ঠিক হয়। উনি আমার রাইটিং স্কিল পরীক্ষা করে দেখবেন। তো যথারিতি উনি আমাকে একটা টপিক দিলেন। আমি যেখানে SEO শিখেছিলাম সেখানকার শিক্ষক বললেন বিভিন্ন জায়গা থেকে কপি-পেস্ট করে একটা আর্টিকেল বানায়ে দিলেই হবে। আমিও তাই করি।
এবং সেটা করে চরম অপমানিত হই বায়ারের কাছে। খুব জিদ চাপে। কন্টেন্ট রাইটিং শিখা শুরু করে দিলাম। বিভিন্ন মানুষের ব্লগ পড়ে দেখতাম। আস্তে আস্তে কাজ পাওয়া শুরু করলাম। oDesk এ বেশ কিছু ক্লায়েন্টের সাথে কাজ করেছি। এরপর লোকাল অনেক ক্লায়েন্টের সাথে কাজ করা হয়েছে। Fiverr এ কাজ করার অভিজ্ঞতাও আছে।
এমনও সময় গিয়েছে যখন ক্লায়েন্টদের জন্য দিনে ২০০০ ওয়ার্ড লিখতে হতো। আমি অবশ্য এখন নিজে আর ক্লায়েন্টদের জন্য লিখি না।
Writers Motion নামে আমার একটা আর্টিকেল রাইটিং এজেন্সি আছে। বাংলাদেশের টপ কিছু রাইটার আমার সাথে আমার কোম্পানিতে কাজ করছেন। এছাড়াও আমি একজন ডিজিটাল মার্কেটার। আমার বেশ কিছু সাইট আছে। সেসব সাইটের কন্টেন্টই মূলত আমি নিজে লিখি। আর আমার রাইটাররা ক্লায়েন্টদের আর্টিকেল লিখে থাকেন।
এতক্ষন এতো বকবক আমি কেনো করলাম? শুধু এতটুকু বোঝানোর জন্য যে আমি কন্টেন্ট রাইটিং এর উপর কিছু হলেও জানি। গত ৭ বছরে শত শত আর্টিকেল লেখার অভিজ্ঞতা হয়েছে। আর আমার এই কোর্সে আমি চেষ্টা করেছি আমার সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে।
আপনি একজন ফ্রিল্যান্সার রাইটার, বা মার্কেটার, যাই হোন না কেন, আমার বিশ্বাস কোর্সটা আপনার কাজে আসবে যদি আপনি কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে আগ্রহী হোন।
কোর্সের মেইন ফিচার্স
আমি আপনার ইন্সট্রাক্টর
আমি মোঃ মুনতাসীর রহমান, এই কোর্সে আমিই হবো আপনার ইন্সট্রাক্টর।
২০১৩ সাল থেকে লেখালেখি করে আসছি ফ্রীল্যান্সিং জগতে। ২০১৭ সাল থেকে নিজে এফিলিয়েট সাইট দাঁড়া করিয়েছি। ২০১৮ সাল থেকে রাইটার্স মোশন শুরু করেছি এবং অসংখ্য সাহসী উদ্যোক্তাদের সাথে কাজ করেছি।
এখনো এফিলিয়েট মার্কেটিং করছি। এছাড়াও Writers Motion YouTube চ্যানেলে নানান হাবিজাবি বিষয় নিয়ে কথা বলি।
নিজে সবসময় শিখতে চেষ্টা করি, নিজে টুকটাক যা জানি তা অন্যকে শেখাতেও পছন্দ করি।
যদি আপনি কোর্সে জয়েন করেন, আমি নিজেকে ভাগ্যবান মনে করবো আপনাকে কন্টেন্ট রাইটিং সম্পর্কে শেখাতে পেরে।
কাদের জন্য এই কোর্সটি না?
আপনি যদি ইংরেজিতে ভালো না হোন, তাহলে এই কোর্সটি করে আপনার কোনো লাভ হবে না। আমার এই কোর্স আপনাকে ইংরেজিতে দক্ষ করে তুলবে না। আমি দেখাবো কিভাবে আপনার ইংরেজি স্কিল কে কাজে লাগিয়ে আপনি ব্লগ পোস্ট লিখতে পারেন। তাই যদি আপনি ইংরেজিতে দূর্বল হয়ে থাকেন, তাহলে এখন কোর্সটি না করে আগে ইংরেজিতে নিজেকে দক্ষ করে এরপর কোর্সটি করা উচিত হবে আপনার।
100% Money Back Guarantee
আমি জানি নতুন যেকোনো কোর্সে ভর্তি হতে অনেকেই দ্বিধাবোধ বোধ করেন। এর কারণ বর্তমান সময়ে এতো এতো আজেবাজে কোর্স আছে চারদিকে যে আমরা বুঝতে পারিনা কোনটা ভালো, কোনটা খারাপ। নতুনরা আরো বেশি কনফিউজড থাকেন এবং টাকা খরচ করতে ভয় পান। কোনো সমস্যা নেই। আমি আমার কোর্সের সাথে ১০০% মানি-ব্যাক গ্যারান্টি দিচ্ছি।
তার মানে কোর্সে এনরোল করার পর আপনার যদি মনে হয় কোর্সটা আপনার কোনো কাজে লাগবেনা, তাহলে আমাকে মেসেজ দিলেই আমি আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিবো। তবে এক্ষেত্রে একটা শর্ত আছে। কোর্সে এনরোল করার ২৪ ঘন্টার ভেতর মেসেজ দিতে হবে রিফান্ডের জন্য। ধরেন আপনি আজকে রাত ৯টায় এনরোল করলেন। যদি কালকে রাত ৯টার ভেতর রিফান্ড চান, আমি দিয়ে দিবো সাথে সাথেই। তবে ২৪ ঘন্টার বেশি সময় পার হয়ে গেলে রিফান্ডের অপশন থাকবেনা।